April 19, 2010

সনির ব্লগি ক্যামেরা Sony Bloggie MHS-CM5 Camcorder Review

ইন্টারনেটের ভিডিওর জন্য সনির ক্যামেরা নতুন না। বরং একে দ্বিতীয় প্রজন্মের ক্যামেরা বলা যেতে পারে। এর নাম পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, সেইসাথে অন্যান্য অনেককিছুই। ফ্লিপের মত ডিজাইনের সিএম-৫ ক্যামেরাটি তাদের পিএম-৫ এর অল্পদামী সংস্করন।
গতবছরের সিএম-১ থেকে এবছরের সিএম-৫ এ ডিজাইন একেবারেই অন্যরকম। পিস্তলের মত ধরার ব্যবস্থা আনা হয়েছে এতে। ফলে আগের চেয়ে পাতলা হয়েছে। লেন্স এবং সেন্সর আগের মতই রয়ে গেছে। সিমোস সেন্সর এবং ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে এতে। এর ডিসপ্লে ২.৫ ইঞ্চি, ফ্লিপের থেকে বড় আকারের।
এর ব্যবহার ফ্লিপ এর ক্যামেরার তুলনায় কিছুটা জটিল। তারপরও গতবছরের ওয়েবি থেকে উন্নত করা হয়েছে অনেকটাই। এছাড়া ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন যোগ করা হয়েছে। ব্যাটারী পারফরমেন্সের দিক থেকেও বেশ উপযোগি। প্রায় দুঘন্টা ভিডিও করা যায় এক চার্জে।
এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও ১৯২০-১০৮০ রেকর্ড করা যায়। ছোট আকারের ক্যামেরা হিসেবে ভি্ডিওর মান ভালই। বিশেষ করে অল্প আলোতেও ভিডিও করার সামর্থ্য উল্লেখ করতেই হয়। ষ্টিল ছবি উঠানো যায় তবে তার মানকে ষ্টিল ক্যামেরার সাথে তুলনা করা যায়না।
সনির নিজস্ব মেমোরী ষ্টিকের পাশাপাশি এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যায়।
ক্যামেরাটির দাম ২০০ ডলার।

No comments:

Post a Comment