নিরো বার্নিং রোম, এই নামে সিডি-ডিভিডি রেকর্ড করার সফটঅয়্যারই সকলের পরিচিত। এরসাথে বিভিন্ন মাল্টিমিডিয়া ফিচার যোগ করা হচ্ছে অনেক আগে থেকেই। নতুন ভার্শন ১০-এ তা পুরোপুরি মাল্টিমিডিয়া সফটঅয়্যারের পর্যায়ে নেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে নিরো মাল্টিমিডিয়া স্যুইট। ভিডিও এডিটিং, ডিস্ক রেকর্ডিং এবং ব্যাকআপ এই তিনটি বিষয়কে একসাথে করা হয়েছে এতে।নতুন ভার্শনে নিরো ভিশন এক্সট্রা নামে একেবারে নতুন ফিচার যোগ করা হয়েছে। এতে প্রাথমিক থেকে উচু পর্যায়ের ভিডিও এডিটিং এর কাজ করা যাবে, হাই ডেফিনিশন সহ। সরাসরি হাই ডেফিনিশন ডিস্ক তৈরী করা যাবে।
তিনটি প্রোগ্রামকে একসাথে অথবা পৃথকভাবেও পাওয়া যাবে। একসাথে দাম ৯৯.৯৯ ডলার। পৃথকভাবে ভিশন এক্সট্রার দাম ৫৯.৯৯ ডলার, বার্নিং রোম এর দাম ৪৯.৯৯ ডলার এবং ব্যাকইটআপ এন্ড বার্ন এর দাম ৩৯.৯৯ ডলার।
তাদের ওয়েবসাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে। http://www.nero.com/
No comments:
Post a Comment