April 13, 2010

কল অব ডিউটি নির্মাতা যোগ দিচ্ছেন ইলেকট্রনিক আর্টস-এর সাথে 'Call of Duty' creators come back in partnership with EA

বিক্রিতে রেকর্ড করা ভিডিও গেম কল অব ডিউটির নির্মাতার সাথে কোম্পানী একটিভিশন ব্লিজার্টের রীতিমত মামলা চলছে। তাদেরকে বহিস্কার করা হয়েছে কোম্পানী থেকে। এরই মধ্যে নির্মাতা জেসন ওয়েষ্ট এবং ভিন্স জাম্পেলা একটিভিশনের প্রতিদ্বন্দি প্রতিস্ঠান ইলেকট্রনিক আর্টস এর সাথে পার্টনারশীপে নতুন কোম্পানী চালুর কথা জানিয়েছেন। এর নাম রেস্পন এন্টারটেইনমেন্ট।
জাম্পেলা বলেছেন গত এক দশক ধরে তারা শীর্ষ স্থান দখল করেছিলেন। এখন নতুনভাবে আবারও সেকাজ করে যাবেন। নতুন ষ্টুডিও হচ্ছে, নতুন লোক নিয়োগ দেয়া হবে এবং একেবারে নতুন ধরনের গেম তৈরী করা হবে।
মার্চের ১ তারিখে একটিভিশনের বার্ষিক প্রতিবেদনে নাম উল্লেখ না করে বলা হয়েছিল দুজন সিনিয়র কর্মী কোম্পানীর চুক্তিভঙ্গের কাজ করেছেন। পরদিন এই দুজনকে বরখাস্ত করা হয়। তখন তারা কোম্পানীর নামে মামলা করেন। তাদের দাবী তাদের প্রাপ্য অর্থ দেয়া হয়নি।
গতবছর নভেম্বরে গেমটি বাজারে ছাড়া হয়। তারপরও বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে। প্রথশ ৫ দিনে বিক্রি হয়েছে ৫৫ কোটি ডলারের। হলিউডের বিনোদনের যে কোন সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।

No comments:

Post a Comment