April 15, 2010

ইসরায়েলে আইপ্যাড নিষিদ্ধ Israel bans imports of Apple iPad

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পন্য এপলের আইপ্যাড ইসরায়েলে নিষিদ্ধ। কারন, এর শক্তিশালী অয়্যারলেস রিসিভার তাদের ষ্ট্যান্ডার্ডের সাথে মানানসই না। এরই মধ্যে অন্তত ১০জনকে আইপ্যাড নিয়ে ঢুকতে বাধা দেয়া হয়েছে। এমনকি পর্যটকের ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োজ্য।
এখন পর্যন্ত শুধুমাত্র আমেরিকায় এটা বিক্রি হচ্ছে। বাকি বিশ্বের জন্য বিক্রি শুরু হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এরসাথে ব্যবসায়িক কোন বিষয় নেই। আইপ্যাড যেন তাদের অয়্যারলেস ব্যবস্থায় কোন ক্ষতিকর প্রভাব না ফেলে সেজন্যই সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সাধারনভাবে ইসরায়েল এবং ইউরোপে যে ব্যান্ডউইডথ ব্যবহার করা হয় ওয়াই-ফাই তারচেয়ে শক্তিশালি সিগন্যাল ব্যবহার করতে পারে। তবে ইউরোপের অনেক দেশেই একই পরিস্থিতি হলেও একমাত্র ইসরায়েল এধরনের ঘোষনা দিয়েছে।
যে আইপ্যাডগুলি আটক করা হয়েছে সেগুলি রাখার জন্য তাদের শুল্কবিভাগকে দৈনিক হারে টাকা দিতে হবে, যতক্ষন না তারা সেগুলি নিজ খরচে আমেরিকায় ফেরত পাঠায়।

No comments:

Post a Comment