April 15, 2010

আন্তর্জাতিক বাজারে আইপ্যাড বিক্রি পিছিয়ে গেল Apple delays iPad's international launch

এপল আন্তর্জাতিক বাজারে আইপ্যাড বিক্রির সময় আরো ১ মাস পিছিয়েছে। বিক্রি শুরুর পর বিক্রি তাদের হিসেব ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে তারা। সপ্তাহখানেক আগে বিক্রি শুরু করার পর এখন পর্যন্ত ৫ লক্ষের বেশি বিক্রি হয়েছে বলেও জানানো হয়েছে।
নতুন ঘোষনা অনুযায়ী মে মাসের ১০ তারিখ থেকে আমেরিকার বাইরে বিক্রির জন্য অনলাইন অর্ডার নেয়া শুরু হবে। মে মাসের শেষদিকে দোকানে পাওয়া যাবে।
আইপ্যাডের জনপ্রিয়তা দেখে অনেকেই অবাক হয়েছেন। বিশ্লেষকরা হিসেব কষে বলছেন জুনের মধ্যে ১০ লক্ষ বিক্রি হবে এবং বছরশেষে বিক্রির পরিমান দাড়াবে ৫০ লক্ষে।
৯.৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের আইপ্যাড হচ্ছে তাদের আইফোন এবং নোটবুক কম্পিউটারের মাঝামাঝি যন্ত্র। অন্য অনেকেই এধরনের ট্যাবলেট পিসি তৈরী করছেন। ট্যাবলেট পিসি সম্পর্কে বলা হয়েছে আগামী ২০১৪ সালের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটিতে ঠেকবে। আইপ্যাড এক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করছে।

No comments:

Post a Comment