February 14, 2010

নোকিয়া মোবাইল ৬৩০৩আই ক্লাসিক Nokia 6303i classic

নোকিয়ার ৬৩০৩আই সেটে চমকে দেয়ার মত কিছুই নেই। বরং প্রশ্ন করতে পারেন এই যুগে এমন ফোনের দরকার কি, যদি ভুলে যান সেটটি বাজারে আনছে নোকিয়া।  এধরনের সেট তৈরী করেই তারা বিশ্বে ১ নম্বর যায়গা দখল করেছে। কাজ এবং দাম দুটি বিষয়কে এক করা তাদের এধরনের সেটগুলিই সারাবিশ্বের মানুষের হাতেহাতে ঘুরছে। 
ফোনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার, ইমেইল, ক্যামেরা ইত্যাদি সবকিছুই এতে রয়েছে । ডিসপ্লে ২,২ ইঞ্চি, রেজুলুশন ২৪০-৩২০, ক্যামেরা ৩.২ মেগাপিক্সেল, অটোফোকাস। ফ্লাশ রয়েছে এবং ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারীর ষ্টান্ডবাইট টাইম ৫১৫ ঘন্টা।

কানেকটিভিটি হিসেবে এতে জিএসএম এর সাথে রয়েছে এজ এবং জিপিআরএস। থ্রিজি কিংবা ওয়াইফাই নেই।
হ্যান্ডসেটের সাথে দেয়া হবে নোকিয়া ২ গিগাবাইট মেমোরী কার্ড, কানেকটিভিটি কেবল, নোকিয়া ষ্টেরিও হেডসেট। অপশনাল নেয়া যাবে ব্লুটুথ হেডসেট, মোবাইল হোল্ডার, ৮ গিগাবাইট মেমোরী কার্ড।
সেটটি ৬টি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম ১৫০ ডলারের কাছাকাছি।

No comments:

Post a Comment