February 25, 2010

স্যামসাং এনএক্স ক্যামেরার এর নতুন লেন্স 5 New Samsung NX Lenses

স্যামসাং তাদের এনএক্স সিষ্টেম ক্যামেরার জন্য কয়েকটি লেন্সের ঘোষনা দিয়েছে। এর মধ্যে সাধারন জুম লেন্স ১৮-৫৫ থেকে শুরু করে টেলিজুম ৫০-২০০, প্যানকেক ৩০ মিমি লেন্স রয়েছে। কনজুমার ইলেকট্রনিক্স শোতে যাত্রা শুরু করেছে এই ক্যামেরা এবং ২০১০ সালের মধ্যেই আরো ৫টি লেন্স বাজারে আসবে বলে জানানো হয়েছে। এরফলে বছরশেষে এই ক্যামেরার লেন্সের সংখ্যা দাড়াবে ৮-এ।
স্যামসাং জানিয়েছে ব্যবহারকারীর চাহিদা মেটাতে তারা ছোট আকারের, সহজে বহনযোগ্য, দেখতে সুন্দর এবং কাজের দিক থেকে অত্যন্ত উচু মানের লেন্স তৈরী করছে। সব ধরনের ব্যবহারকারীর চাহিদা মেটাতেই ওয়াইড, প্যানকেক, টেলিজুম, সুপারজুম সব ধরনের লেন্স তৈরী করা হয়েছে।
এনএক্স-১০ ক্যামেরার জন্য লেন্সগুলি হচ্ছে;
প্যানকেক ৩০ মিমি, এফ/২
ষ্ট্যান্ডার্ড জুম লেন্স ১৮-৫৫মিমি, এফ/৩.৫-৫-৬ ওআইএস
টেলি জুম লেন্স ৫০-৫০০, এফ/৪-৫.৬ ওআইএস
ষ্ট্যান্ডার্ড জুম লেন্স ১৮-৫৫ (নন ওআইএস)
কমপ্যাক্ট জুম লেন্স, ২০-৫০ মিমি এফ/৩.৫-৫.৬
ওয়াইড প্যানকেক লেন্স ২০ মিমি এফ/২.৮
সুপার জুম লেন্স ১৮-২০০ এফ/৩.৫-৬.৩
ম্যাক্রো লেন্স ৬০০ এফ/২.৮

No comments:

Post a Comment