January 20, 2010

এনভিডিয়ার জিএফ-১০০ আসছে মার্চে NVIDIA GF100 comes in March

নির্ধারিত সময়ের মাস তিনেক দেরী করার পর অবশেষে নতুন ডিসপ্লে কার্ডের ঘোষনা দিয়েছে এনভিডিয়া। তাদের ফারমি বেসড জিএফ-১০০ কার্ড মার্চেই পাওয়া যাবে। এতে নেটিভ ডিরেক্টএক্স-১১ সাপোর্ট সহ অনেক নতুন ফিচার থাকবে বলে জানানো হয়েছে। 
গত কিছুদিনে এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে এএমডি ডিরেক্টএক্স-১১ সাপোর্টেড কার্ড বাজারে ছেড়ে। তাদের সেরা এইচডি-৫৮৭০ চিপে ২১৫ কোটি ৪০ ন্যানোমিটার ট্রানজিষ্টর। ২৫৬ বিট জিডিডিআর৫ ইন্টারফেস, ১৬০০ এসপিইউ (ষ্ট্রিমিং প্রসেসিং ইউনিট), ৮০ টেক্সচার ইউনিট ইত্যাদি।

পরবর্তী ৫৯৭০ চীপে এই বিষয়গুলি দ্বিগুন হয়েছে। অন্যদিকে এনভিডিয়া জিএফ-১০০ এ থাকবে ৩০০ কোটি ৪০ ন্যানোমিটার ট্রানজিষ্টর, ৩৮৪ বিট জিডিডিআর৫ ইন্টারফেস। সাধারন ব্যবহারকারীদের কাছে হয়ত এই সংখ্যাগুলি কোন অর্থ বহন করে না। ধরে নিতে পারেন আগের তুলনায় সুন্দর গ্রাফিক্স দেখা যাবে, গেম দ্রুত কাজ করবে।

পারফরমেন্স টেষ্টে এটিআই থেকে এনভিডিয়াকে অনেক কার্যকর দেখানো হয়েছে। অন্তত ৬ গুন বেশি ক্ষমতাসম্পন্ন। তবে এএমডির দাম কম, এনভিডিয়া সেতুলনায় বেশ দামী। ব্যবহারকারীদের কাছে কোনটি বেশি জনপ্রিয় হয় জানা যাবে মার্চে।

No comments:

Post a Comment