January 29, 2010

বিশ্বে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি The number of 3G customers worldwide hits 500 million

আজ থেকে ৮ বছর আগে জাপানের একটি মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো প্রথম থ্রিজি ব্যবহার সুচনা করেছিল। এরপর সারা বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার শুরু করে। গতকাল বিশ্বের থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছ। তুলনার জন্য বলা যায় টেলিফোন ব্যবহারের সংখ্যা এই পরিমান হতে সময় লেগেছিল ১০০ বছরের বেশি, আর টুজি মোবাইল এইপরিমান হতে সময় নিয়েছিল ১ দশকের বেশি।
সারাবিশ্বের ৩০০ এর বেশি ইউএমটিএস নেটওয়ার্ক রয়েছে। এরমধ্যে ২০ কোটির বেশি গ্রাহক ব্যবহার করে ৩৫ এইচএসপিএ। অর্থা শতকরা ৪০ ভাগ ব্যবহারকারী সাধারন এইচএসপিএ প্রযুক্তির চেয়ে দ্রুতগতির প্রযুক্তি ব্যবহার করছে।
থ্রিজি যখন এই অবস্থায় পৌছুল তখন ফোর-জি যাত্রা শুরু করেছে। কয়েকমাস আগে টেলিসিনোরা প্রথম বানিজ্যিকভাবে এই নেটওয়ার্ক চালু করে। ২০১২ এর মধ্যে বিশ্বে অন্তত ৪০টি এলটিই নামের এই নেটওয়ার্ক চালু হওয়ার কথা।

No comments:

Post a Comment