January 17, 2010

আইফোন এবং ব্লাকবেরির নামে কোডাকের মামলা Kodak sues Apple, RIM for patent infringement

ক্যামেরা নির্মাতা কোডাক আইফোন এবং ব্লাকবেরির নামে তাদের তৈরী প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মামলা করেছে এগুলির নির্মাতা এপল এবং রিম (রিসার্চ ইন মোসন) এর নামে তাদের অভিযোগ তাদের তৈরী ইমেজ দেখার পদ্ধতি এরা ব্যবহার করেছে কোডাক উল্লেখ করেছে তাদের প্রযুক্তি ব্যবহারের জন্য এলজি, মটোরোলা, নোকিয়া, স্যামসাং, সনি এরিকশন এরা তাদের টাকা দেয়
এছাড়াও আরেকটি মামলায় এপলের বিরুদ্ধে ইমেজ দেখার ব্যবস্থা এবং ইমেজ প্রসেসিং এর দুটি স্বত্ব ভঙ্গের অভিযোগ এনেছে এই মামলার বিষয় এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রাম ব্যবহার করে কোন কাজ করার প্রযুক্তি এর আগে এনিয়ে সান মাইক্রোসিষ্টেমসের বিরুদ্ধে কোডাক মামলা করেছিল ২০০৪ সালে তখন রায় দেয়া হয়েছিল কোডাক এবং সান দুজনেই এটা তৈরী করেছে এবং দুজনেরই লাইসেন্স রয়েছে

No comments:

Post a Comment