January 26, 2010

এএমডির ৫টি নতুন প্রসেসর AMD 5 new CPUs

প্রসেসরের জগতে ইন্টেল এবং এএমডির মধ্যে মুল প্রতিদ্বন্দিতা দাম নিয়ে। এএমডি ব্যবহারকারীরা সবসময়ই যতটা সম্ভব কম দামের প্রসেসর আশা করেন। এএমডি তাদের নিরাশ করছে না। তাদের মধ্যম মানের ৫টি নতুন প্রসেসর, এথলন ২ এবং ফেনম ২ এধরনের ব্যবহারকারীদের উদ্দেশ্য করেই তৈরী।
এদের মধ্যে দাম এবং পারফরমেন্সের বিচারে উল্লেখযোগ্য AMD Phenom II X2 555 Black Edition এবং AMD Athlon II X4 635AMD Phenom II X2 555 Black Edition এপর্যন্ত এএমডির তৈরী ডুয়েল কোর প্রসেসরের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। এর ক্লকস্পিড ৩.২ গিগাহার্টজ। এরপরও দাম মাত্র ৯৯ ডলার।

নতুন প্রসেসর, স্পিড এবং দাম এরকম;
AMD Athlon II X2 255, 3.1 GHz, $74
AMD Athlon II X3 440, 3.0 GHz $84
AMD Athlon II X4 635, 2.9 GHz $119
AMD Phenom II X2 555, 3.2 GHz $99

AMD Phenom II X4 910e
, 2.6 GHz $169
এদের মধ্যে AMD Athlon II X4 635 এবং  AMD Phenom II X4 910e কোয়াড কোর প্রসেসর। মাল্টিটাস্কিং এবং মাল্টিথ্রেডিং কাজে ভাল পারফরমেন্স দেয়ার কথা।

No comments:

Post a Comment