January 19, 2010

১২৮ গিগাবাইট ৪০০এক্স মেমোরী কার্ড 128GB Compact Flash memory card

ফ্লাশ মেমোরী নির্মাতা সিলিকন পাওয়ার জানিয়েছে তারা ১২৮ গিগাবাইট কমপ্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড বাজারে আনছে। এর দ্রুততা ৪০০ এক্স। প্রতি সেকেন্ডে ৯০ মেগাবাইট ডাটা রাইট করা যাবে এতে। বিশ্বের এখন পর্যন্ত এটাই সবোর্চ্চ গতি। ৬০০ এক্স কার্ড নির্মানের কথাও জানিয়েছে তারা।
 সিলিকন পাওয়ারের এই কার্ডগুলি তৈরী করা হয়েছে ডিজিটাল ফটোগ্রাফারদের জন্য। তাদের আর যায়গার স্বল্পতার কথা ভাবতে হবে না। এর ইসিসি টেকনোলজি ডাটার নির্ভূলতা যাচাই করবে। এছাড়া লাইফটাইম ওয়ারেন্টি সহ এই কার্ডগুলি ইউরোপের ষ্টান্ডার্ড অনুযায়ী  এগুলি ১০০% পরিবেশবান্ধব।


কার্ডের মাপ : ৩৬.৪মিমি ৪২.৮ মিমি ৩.৩ মিমি; ওজন ১০-১২ গ্রাম, অপারেটিং ভোল্টেজ ৩.৩ভোল্ট/৫ ভোল্ট; ধারনক্ষমতা ১২৮/৬৪/৩২/১৬/৮ গিগাবাইট।
৪০০ এক্স এবং ৬০০ এক্স কার্ডের পাশাপাশি সাধারনভাবে ডিজিটাল এসএলআর, ডিভি ইত্যাদিতে ব্যবহারের জন্য ২০০এক্স কার্ডও তৈরীর কথাও জানিয়েছে তারা।

No comments:

Post a Comment