December 19, 2009

বিশ্বের প্রথম ফটোগ্রাফি মেসিন The Worlds First Office Photography Machine


ফটোগ্রাফি মেসিন, শব্দটা অবাক করার মত। এটা আসলে তাই। এরমধ্যে যার ছবি উঠাতে চান সেটা রেখে দেবেন। মুহুর্তের মধ্যে প্রফেশনাল কাজের উপযোগি ছবি তৈরী। ফটোকপির মত ফেসিমাইল থেকে এর নাম রাখা হয়েছে ফটোসিমাইল। অফিস বা ব্যবসার জন্য এটা আগামীদিনের প্রযুক্তি।

কম্পিউটার নিয়ন্ত্রত এই ডেস্কটপ ফটো ষ্টুডিওতে ২৮-২৮-২৮ ইঞ্চি যায়গা রয়েছে যেখানে ৬৫০০কে ডেলাইট বাল্ব আলো ছড়াবে। ক্যামেরা নিজে থেকেই ছবি উঠানোর কাজ করবে। এটা বিশেষভাবে তৈরী ক্যাননের এসএলআর ক্যামেরা যা অনেক দ্রুত, বেশি কাজ করতে সক্ষম। ছবিতে কোন ছায়া পড়বে না, কোথাও খুত থাকবে না। ব্যবহারের জন্য কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই। যদি অবাক হন একটা বস্তুর ছবি উঠানোর জন্য এতকিছু প্রয়োজন কেন তাহলে একটা ঘড়ি কিংবা ক্যামেরা অথবা অন্যকোন ধাতব কিছুর বিজ্ঞাপন দেখুন। এগুলির ছবি উঠানোর জন্য এধরনের পরিবেশ তৈরী করে নিয়ে নিখুত ছবি উঠাতে হয়।

ক্যামেরা এবং লাইটবক্সকে কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগানো হয়। সবকিছু নিয়ন্ত্রন করা হয় সেখানেই।
ষ্টিল ছবি ছাড়াও এটা ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ফ্লাশ ফাইল তৈরী করা যায়। এখানে ২৫ পাউন্ড ওজন পর্যন্ত ব্যবহার করা যাবে, মুহুর্তের মধ্যে নিখুত থ্রিডি ফাইল তৈরী।
ফটোসিমাইল উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং ৭-এ চলবে। এটা বিক্রি শুরু হয়েছে।
ওয়েব : http://www.ortery.com/

No comments:

Post a Comment