December 18, 2009

বই স্ক্যান করায় গুগলের জরিমানা French court fines Google for scanning books

প্রকাশকের অনুমতি না নিয়ে বই স্ক্যান করায় গুগলকে ৩ লক্ষ ইউরো (৪ লক্ষ ৩০ হাজার ডলার) জরিমানা করেছে ফ্রান্সের আদালত। ফ্রান্সের প্রকাশনা সংস্থা লি স্যুইল এর ৪০০০ কাজ তাদের অনুমতি না নিয়েই গুগল স্ক্যান করেছে এই অভিযোগে মামলা করা হয়েছিল ২০০৬ সালে। এখন ক্ষতিপুরন হিসেবে গুগলকে এই পরিমান অর্থ দিতে হবে। যদিও বাদীপক্ষের দাবী ছিল ১৫ লক্ষ ইউরো এবং তার সুদ।
২০০৫ সালে গুগল আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন লাইব্রেরীর লক্ষ লক্ষ বই স্ক্যান করার সিদ্ধান্ত নেয়। সেগুলি ইন্টারনেটের মাধ্যমে সকলের কাছে পৌছে দেয়া হবে এটাই ছিল তাদের উদ্দেশ্য। একই সময়ে লেখকদের পক্ষ থেকে এর বিরোধীতা শুরু হয়। এখন মামলা রায় গেছে গুগলের বিপক্ষে। গুগল ১ মাস সময় পাবে এই রায়ের বিপক্ষে আপিল করার। অন্যথায় প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে। গুগল জানিয়েছে তারা আপিল করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন তিনি ৭৫ কোটি ইউরো ব্যয় করবেন রাষ্ট্রের সমস্ত তথ্যসম্পদ ডিজিটাইজ করার কাজে। ফ্রান্সের বক্তব্য আমেরিকান কোম্পানী গুগল তাদের ঐতিহ্য ক্ষতিগ্রস্থ করছে।

No comments:

Post a Comment