December 18, 2009

ভিজুয়াল ষ্টুডিও ২০১০ পিছিয়ে যাচ্ছে Visual Studio 2010 release delayed

সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং সফটওয়্যার প্যাকেজ মাইক্রোসফট ভিজুয়াল ষ্টুডিও ২০১০ সময়মত বাজারে আসছে না। আগামী মার্চে ২২ তারিখে এটা রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু মাইক্রোসফট জানাচ্ছে পারফরমেন্স বিষয়ক কিছু কারনে এর বেটা টেষ্টিং এর সময় বাড়ানো হয়েছে। অক্টোবরে এর বেটা ২ ছাড়া হয়েছিল।

বেটা ২ থেকে মাইক্রোসফট যা পেয়েছে তাতে দেখা গেছে ভার্চুয়াল মেমোরী ব্যবহারের সময় এর পারফরমেন্সে প্রভাব পরে। এছাড়া ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ নতুনভাবে সাজানো হচ্ছে। এটা শেয়ারপয়েন্ট ফিচার যোগ করা হবে এবং আকারে ছোট হবে।
উল্লেখ করা যেতে পারে ভিজুয়াল বেসিক, সি শার্প এবং অন্যান্য প্রোগ্রামিং টুলস নিয়ে ভিজুয়াল ষ্টুডিও ২০১০ উইন্ডোজ ৭, ক্লাউড ইত্যাদির জন্য সফটওয়্যার তৈরীর সুযোগ করে দেবে।  

No comments:

Post a Comment