December 28, 2009

ইউটিউবে দুনীতির খবর প্রকাশ করায় শাস্তি Russia to prosecute YouTube police whistleblower

রাশিয়ার একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা ইউটিউবে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের দুনীতির ভিডিও প্রচার করায় তাকে আদালতে হাজির করা হচ্ছে। তার বিরুদ্ধে অফিসের সন্মানহানির অভিযোগ আনা হচ্ছে।
এবছর শুরুর দিকে ইউটিউবের মাধ্যমে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের কাছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে আলেক্সেই ডায়মোভস্কি বিপুল প্রচারনা পান। তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি অফিসের পদ ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন। এর বেশি বিস্তারিত জানানো হয়নি। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদনে জানিয়েছিলেন উর্ধতন কর্মকর্তারা নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে নিজেদের অবস্থান ঠিক রাখে। তার ভিডিও ইউটিউবে ১০ লক্ষের বেশি মানুষ দেখেছে। এর পরই তাকে চাকরী থেকে বরখাস্ত করা হয়।
রাশিয়ার পুলিশ বিভাগে দুর্নীতি সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে ভিন্ন জরিপ থেকে রাশিয়ার পুলিশ বিভাগকে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পুলিশ বিভাগ বলে উল্লেখ করেছে।

No comments:

Post a Comment