December 29, 2009

জিপিএসের ভুলে ৩ দিন তুষারবন্দী Couple stranded 3 days after GPS leads them astray

জিপিএসের ভুল নির্দেশনায় ৩ দিন তুষারে আটকা পড়ে থাকতে হয়েছে এক দম্পতিকে। আমেরিকার পুর্ব ওরিগনের মরুভুমি দিয়ে যাবার পথে জিপিএস অনুসরন করে তারা জঙ্গলাকীর্ন পথে চলে যান এবং ৩ দিন আটকে থাকেন। আবহাওয়ার উন্নতি হওয়ার পর তারা তাদের জিপিএস সম্বলিত মোবাইল ফোনে ক্ষীন সংকেত পান এবং নিজেদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন। সেখানে উইনেমা-ফ্রিমন্ট ন্যাশনাল ফরেষ্ট রিজার্ভ থেকে তাদের জিপ উদ্ধার করা হয়। ৬৫ বছর বয়সি জন রোডস এবং তার ৬৭ বছর বয়স্ক স্ত্রী ষ্টারি বুশ রোডস নিরাপদেই বাড়ি ফিরেছেন।
তাদের সাথে পর্যন্ত পরিমান খাবার, পানি, শীতের সরঞ্জামাদি ছিল। এগুলিই তাদের জীবন রক্ষা করেছে।
তাদের যাবার পথে জিপিএস তাদের যেখানে বাক নিতে বলে সেখানেই বিপত্তি বাধে। তারা জিপিএস নির্দেশিত পথে ৩৫ মাইল চলে যান এবং থমসন রিজার্ভার এর কাছে দেড় ফুট গভীর বরফের মধ্যে আটকা পড়েন। আড়াই দিন পর তারা পুনরায় ব্যবহার উপযোগি সিগন্যাল পান।
আমেরিকায় জিপিএস সহ মোবাইল ফোন ব্যবহার করে জরুরী বিভাগ ৯১১ এ নিজের অবস্থান জানানো যায়। একসময় তারা সেটা করতে সমর্থ হন।

No comments:

Post a Comment