December 25, 2009

আফটার ইফেক্টস এর জন্য পার্টিকেল ইল্যুশন Particle Illusion for After Effects

ভিডিও এডিটিং কিংবা এনিমেশনের কাজ যারা করেন তাদের অত্যন্ত প্রিয় সফটওয়্যার পার্টিকেল ইল্যুশন। খুব সহজে আতসবাজি, পানির ফোয়ারা, বিষ্ফোরন, আগুন থেকে শুরু করে সব ধরনের পার্টিকেল তৈরী করা যায়। এখন সফটওয়্যারটি এডবি আফটার ইফেক্টস এর সাথে ব্যবহার করা যাবে। জেনআর্ট ঘোষনা করেছে আফটার ইফেক্টস এর প্লাগইন হিসেবে এটা পাওয়া যাবে।
পার্টিকেল ইল্যুশন ৩ ষ্টান্ড এলান ভার্শনের সবকিছুই এতে থাকবে। ব্যবহার করা যাবে আফটার ইফেক্টস এর ভেতর থেকেই। ইচ্ছে করলে প্রয়োজনমত তাদের ষ্টক থেকে হাজার হাজার এমিটার এবং প্রিসেট ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment