December 25, 2009

মোবাইল সফটওয়্যার ডাউনলোড Mobile Application downloads

মোবাইল ফোনের জন্য সফটওয়্যারের ডাউনলোডের পরিমান বাড়ছে। গবেষনা সংস্থা এবিআই রিসার্চের মতে ২০১৪ সালে এর পরিমান দাড়াবে ৫০০ কোটিতে। এই পরিমান ২০০৯ সালের ২৩০ কোটির দ্বিগুনেরও বেশি। ২০০৯ সালে বৃদ্ধির পরিমান ছিল শতকরা ২০ ভাগ। একইসাথে সফটওয়্যার বিক্রির জন্য অনলাইনের দোকানও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। সেইসাথে বেড়েছে প্রতিদ্বন্দিতা। একসময়ের নিতান্ত প্রয়োজনীয় সফটওয়্যার, যা কিনতে গত, সেগুলি বিনামুল্যের সফটওয়্যারের কাছে হুমকিতে পড়েছে।
এখন পর্যন্ত মোবাইল সফটওয়্যারের বড় অংশ আইফোনের দখলে। এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে বলে বলা হয়েছে গবেষনায়। সবচেয়ে লাভ করবে এন্ড্রয়েড। তাদের অংশ বর্তমানের ১১ থেকে বেড়ে দাড়াবে ২০১৪ সালে দাড়াবে ২৩-এ। এন্ড্রয়েডভিত্তিক ফোনের সংখ্যাও বৃদ্ধি পাবে আগামী বছর। ২০১০ থেকে ২০১৪ এই সময়ে আইফোনের ব্যবসা কমে আসবে।

No comments:

Post a Comment