December 17, 2009

ফটোগ্রাফির জন্য বই Mastering the Nikon D5000

বর্তমান সময়ের কমদামের মধ্যে জনপ্রিয় এসএলআর ক্যামেরা নাইকন ডি৫০০০ ব্যবহারকারীদের জন্য খবর, ক্যামেরা থেকে সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য নতুন একটি বই প্রকাশ করা হয়েছে। ছোট আকার, হাল্কা ওজন, সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল থেকে শুরু করে পুরো অটোম্যাটিক পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা হিসেবে ব্যবহার, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সব মিলিয়ে সাধারন ব্যবহারকারীদের জন্য অসাধারন এই ক্যামেরা। হয়ত আগেই জেনেছেন এর প্রচারের জন্য ১৪০ সেকেন্ডে ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে নাইকন যার পুরস্কার ১ লক্ষ ডলার।
এই বইতে এসএলআর ক্যামেরার পরিচিতি দিয়ে শুরু করা হয়েছে, ক্রমেই কঠিন বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ভিডিওর জন্য ডি-মুভি নিয়েই পুরো এক অধ্যায় লেখা হয়েছে।

লেখক ড্যারেল ইয়াং পেশায় তথ্যপ্রযুক্তিবিদ এবং গত ৩৫ বছর ধরে ফটোগ্রাফির সাথে জড়িত। ২০০০ সাল থেকে এবিষয়ে লেখালেখি করছেন।
বইটির প্রকাশক ওরেলি। ২৩০ পৃষ্ঠার এই বইয়ের দাম ৩৪.৯৫ ডলার।

No comments:

Post a Comment