একেকজন ইন্টারনেট ব্যবহার করেন একেকরকম কারনে। কেউ তথ্য খোজেন, কেউ বিনোদনের উপাদান খোজেন, কেউ কেনাকাটা করেন। তথ্য খোজার ধরনের মধ্যেও পার্থক্য রয়েছে। কেউ খোজেন প্রযুক্তি বিষয়ে, কেউ নির্দিষ্ট পেশা সংক্রান্ত, কেউ বর্তমান সংবাদ, কেউ খেলাধুলা, কেউ অর্থনীতি। যে যাই খুজুন না কেন, গুগলের পাশোর্নালাইজড সার্চ সেটা বিশ্লেষন করে সেই তথ্যগুলি তার সামনে হাজির করবে। গতকাল থেকে এটা শুরু করেছে গুগল।
আপনি যখন কোন কিওয়ার্ড লিখে সার্চ করেন তখন সেটা জমা থাকে গুগলের কাছে। কোন ধরনের ওয়েব সাইটে কত সময় কাটিয়েছেন সেটাও। এই তথ্য ব্যবহার করে তারা আপনার বর্তমান সার্চ কে সেই ধরনের সাইটে নিয়ে যাবে। আপনি যখনই সার্চ করবেন তখন অন্তত ৬ মাসের তথ্য যাচাই করে তারসাথে মিল রেখে পরবর্তী ফল দেখাবে।
এতে গুগলের স্বার্থ কোথায় অনুমান করতে পারেন সহজেই। তাদের বিজ্ঞাপনের ব্যবসা আরো সহজ হবে। তবে আপনি ইচ্ছে করলে আপনার জন্য পার্শোনালাইজড সার্চ বন্ধ করে রাখতে পারেন।
No comments:
Post a Comment