December 28, 2009

ডেল মিনি ১০ নোটবুক Dell Inspiron Mini 10 notebook

ডেল তাদের অত্যন্ত জনপ্রিয় ১০ ইঞ্চি নোটবুক ইন্সপাইরন এর উন্নত সংস্করন বাজারে ছাড়তে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারী যোগ করা হয়েছে, কানেকটিভিটি সহজ করা হয়েছে এবং হাই ডেভিফিনিশন ভিডিও দেখার সুবিধে যোগ করা হয়েছে। সেইসাথে ই-মেইল, ইন্টারনেট ব্যবহার, গান শোনা, টিভি দেখা ইত্যাদি ফিচারগুলি আরো সমৃদ্ধ করা হয়েছে। নতুনভাবে তৈরী এই নোটবুকগুলি জানুয়ারীতে বাজারে পাওয়া যাবে।
নতুন কম্পিউটারগুলিতে ব্যাটারী থেকে সাড়ে ৯ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। কিবোর্ড এবং হাত রাখার যায়গা নতুনভাবে সাজানো হয়েছে। ব্যবহারকারী তাদের পছন্দমত রঙের কিনতে পারবেন। এমনকি ইচ্ছে করলে ডেল ডিজাইন ষ্টুডিও থেকে পছন্দমত ছবিও প্রিন্ট করে নিতে পারেন।
ছোট আকার, হাল্কা ওজন, আকর্ষনীয় চেহারা একে আদর্শ মোবাইল এন্টারটেইনমেন্ট ডিভাইস হিসেবে উপস্থিত করবে, বলছেন ডেলের জেনারেল ম্যানেজার। এতে এইচডি ডিসপ্লে, ব্রডকম কৃষ্টাল এইচডি মিডিয়া এক্সিলারেটর, সারাউন্ড সাউন্ড, বিল্টইন এইচডিটিভি টিউনার, বিল্টইন ওয়াইফাই, জিপিএস সবকিছুই আকৃষ্ট করার মত।
এর দাম ২৯৯ ডলার থেকে শুরু।

No comments:

Post a Comment