December 26, 2009

মানহানির দায়ে ব্লগারের জরিমানা China bloggers fined for defamation

দুজন চীনা ব্লগারকে ২ লক্ষ ৯০ হাজার ইউয়ান (৪২,৪৭৮ ডলার) জরিমানা করা হয়েছে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে। চীনের চলচ্চিত্র পরিচালক জাই জিন এর মৃত্যু সম্পর্কে তারা লিখেছিল তিনি পতিতার হাতে মারা যান। তার স্ত্রী এই অর্থ পাবেন। জাই জিন গতবছর অক্টোবর মাসে ৮৪ বছর বয়সে মারা যান।
সাংহাইয়ের একটি আদালত তার স্ত্রীকে জরিমানার অর্থ দেয়া এবং তাদের ব্লগে চিঠি লিখে তারকাছে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছে।  তবে একজন ব্লগার জানিয়েছে সে ক্ষমাপ্রার্থনা করবে না, জরিমানার অর্থও দেবে না। সে আদালতে আপিল করবে।
জাই জিং ১৯৬৭ সালে তার প্রথম ছবি উইমেন বাস্কেটবল প্লেয়ার নাম্বার ফাইভ পরিচালনা করেন। এছাড়া মাওবাদী ছবি দ্য রেড ডিটাচমেন্ট অব উইমেন এর জন্য তিনি পরিচিত।

No comments:

Post a Comment