September 28, 2009

টুইটারের দাম ১০০ কোটি ডলার Twitter valued at $1B

মাত্র ৩ বছর বয়সি সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের মুল্য ১০০ কোটি ডলার, যদিও এখন পর্যন্ত সেখান থেকে বড় ধরনের আয় হয় না টুইটার সম্পর্কে এটাই শেষ খবর যদিও এর প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস এবং বিজ ষ্টোন এটা বিক্রি করতে আগ্রহী নন আরে আগে তারা আরেক জনপ্রিয় সাইট ফেসবুকের ৫০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয় গুগল এবং মাইক্রোসফটেরও এই সাইট কেনার বিষয়ে গুজব শোনা গেছে

বর্তমানে টুইটারের ব্যবহারকারী রয়েছে সাড়ে ৫ কোটির মত খুব সহজে ১৪০ অক্ষরের মধ্যে তথ্য বা লিংক ব্যবহার করা যায় এতে টুইটার আশা করে ২০১৩ সালে এর ব্যবহারকারীর সংখ্যা দাড়াবে ১০০ কোটি সেই হিসেবে আগামী বছর তাদের লাভ হবে ১৪ কোটি ডলার

টুইটার বিনামুল্যের সাইট, তারপরও সেখান থেকে লাভ কিভাবে হতে পারে সে নিয়ে প্রশ্ন জাগতে পারে এখনও বিষয়টি পরিস্কার না হলেও ধারনা করা হয় সেখানে বিজ্ঞাপন দেয়া হতে পারে যদিও উইলিয়ামস এবং ষ্টোন ইঙ্গিত দিয়েছেন সেটা তাদের প্রাধান্যের তালিকায় নেই

সেক্ষেত্রে অন্যান্য যে সম্ভাবনাগুলো থাকে তা হচ্ছে, মার্কেটিং কাজে এই সাইট যেহেতু ব্যবহার করা যায় সেহেতু বানিজ্যিকভাবে ব্যবহার করা হয় এমন একাউন্টের জন্য ফি নেয়া এখানে ব্যবহারকারী খুব সহজে নিজেদের মত এবং অভিজ্ঞতা প্রকাশ করতে পারে এছাড়া গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছ থেকে অর্থ নেয়া হতে পারে দ্রুত টুইটারের তথ্য পাওয়ার জন্য

উল্লেখ করা যেতে পারে ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৩০ কোটি তাদের হিসেবে এবছর আয় হবে ৫০ কোটি ডলার এরপরও ২০০৭ সালে মাইক্রোসফট এর মুল্য নির্ধারন করেছিল ১৫০০ কোটি ডলার পরবর্তীতে এর মুল্য দেখানো হয়েছে ৪০০ কোটি ডলার কয়েক মাস আগে এক রাশিয়ান প্রতিষ্ঠান এর শেয়ার কেনার সময় দাম হিসেব করে ১০০০ কোটি ডলার বর্তমানে শেয়ারের মুল্য হিসেবে এর দাম ৬৫০ কোটি ডলার

No comments:

Post a Comment