September 27, 2009

মাইক্রোসফট মাল্টিটাচ কিবোর্ড Microsoft multitouch screen keyboard

অভিজ্ঞ টাইপিষ্ট কিভাবে টাইপ করে সেটা নিশ্চয়ই জানেন। হাতের আঙুল নির্দিষ্ট যায়গায় রাখেন। তারপর কিবোর্ডের দিকে না তাকিয়েই বুঝতে পারেন কোন আঙুলের নিচে কোন কি রয়েছে। এভাবেই দ্রুত টাইপ করে যেতে পারেন। সমস্যা হয় যদি কোন কারনে হাত সরে যায়। তখন প্রতিটি কি ভুল হতে পারে। যে ভুল এড়ানোর জন্য প্রতিটি কিবোর্ডে F এবং J কি-তে বিশেষ চিহ্ন দেয়া থাকে। এটা স্পর্শ করে ব্যবহারকারী বুঝেন নেন তার হাত ঠিক যায়গায় আছে।

বিষয়টি আরো এগিয়ে নিয়ে যাচ্ছে মাইক্রোসফট। তাদের মাল্টিটাচ স্ক্রীন কিকোর্ডে যদি ব্যবহারকারীর হাত সরে যায় তাহলে কিবোর্ড নিজেই কিগুলিকে তারসাথে মিল রেখে সাজিয়ে নেবে।

এই প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে ? উত্তরটা সহজ। ভবিষ্যতে যে কোন কিছুকেই ভার্চুয়াল কিবোর্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে।

No comments:

Post a Comment