September 26, 2009

দশ হাজার টাকায় ল্যাপটপ Laptop computer @ Taka 10,000

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পুরন করতে ১০ হাজার টাকায় ল্যাপটপ বিক্রির উদ্দ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যে এবিষয়ে ইন্টেলের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছে। অন্যান্য নির্মfতা প্রতিষ্ঠানের সাথেও আলোচনা করা হবে। ইন্টেল অথবা অন্য কোন নির্মাতা প্রতিষ্ঠান, যারাই এই প্রকল্পে কাজ করুক, দেশেই ল্যাপটপ তৈরী হবে। এর অর্থায়নে কাজ করবে ইউএনডিপি।

ইন্টেল পর্তুগালে এই ধরনের কাজ করে যাচ্ছে। তারা পর্তুগালের মডেলে বাংলাদেশে কাজ করার প্রস্তাব দিয়েছে। অন্য যে প্রতিষ্ঠানগুলির সাথে কথা হয়েছে তারা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে অস্বীকার করেছে।

এই প্রকল্পের জন্য সরকারকে বিনামুল্যে ল্যাপটপের কারখানা করার যায়গা দিতে হবে। সরকারকে তাদের কাছ থেকে কমপক্ষে ৫ লক্ষ ল্যাপটপ কিনতে হবে। এই শর্ত পুরন করলে তারা ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ সরবরাহ করতে পারবে।

এমাসের মধ্যেই কোম্পানীগুলির সাথে যোগাযোগ করে আগামী মাসের শুরুতে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment