September 22, 2009

কোডাকের হাই-ডেফিনিসন ওয়েব ক্যাম Kodak HD webcam connects to Skype

বিশ্বের প্রথমবারের মত হাই ডেফিনিসন ৩ মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা বাজারে এনেছে ক্যামেরা নির্মাতা কোডাক পিসি অথবা ম্যাক প্লাগ এন্ড প্লে কানিকটিভিটির এই ক্যামেরা দিয়ে ভিওআইপি, ফেসবুক, ইউটিউব, ফ্লিকার ইত্যাদি সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার ছাড়াও বিল্ট-ইন ষ্টিল-ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে তাদের ৫টি ভিন্ন ভিন্ন মডেলের দাম ৩০ থেকে ১০০ ডলার

কোডাকের এই ওয়েবক্যামেরা ব্যবহারের সময় ইয়াহু, এওএল, এমএসএন ইনষ্ট্যান্ট ম্যাসেঞ্জার, স্কাইপি ইত্যাদি ওপেন করার প্রয়োজন নেই ওয়েবক্যামের সফটঅয়্যার ওপেন করে তার ভেতর থেকেই কানেক্ট করা যাবে অতিরিক্ত কোন সফটওয়্যার বা ড্রাইভার প্রয়োজন কবে না

ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে যে কোন ছবি বা ভিডিওকে ফেসবুক, মাইস্পেস, ফ্লিকার, ইউটিউব ইত্যাদি সাইটে আপলোড করা যাবে এক ওয়েব সাইট থেকে আরেক ওয়েব সাইটে একই পদ্ধতিতে ছবি বা ভিডিও দেয়া-নেয়া করা যাবে

ক্যামেরাগুলি কাজ করবে উইন্ডোজ এক্সপি/ভিসতা কিংবা ম্যাক ওএস ১০.৫ এবং পরবর্তী ভার্শনে

No comments:

Post a Comment