August 25, 2009

সানিওর নতুন হাই-ডেফিনিশন ক্যামেরা Sanyo Xacti DMC-CG11

সানিও এবছরই আগের দিকে বাজারে ছাড়া Xacti DMC-CG10 ক্যামেরাকে আপগেড করে Xacti DMC-CG11 বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে। এই ক্যামেরায় হাই-ডিফিনিশন আউটপুটের ব্যবস্থা থাকবে এবং অয়্যারলেস ফাইল ট্রান্সফারের জন্য আই-ফাই (Eye-Fi) থাকবে। এছাড়া ইংরেজিতে মেনু ব্যবহারের ব্যবস্থা থাকবে।

ক্যামেরাটি দেখে আগের ক্যামেরা থেকে খুব পৃথক মনে হবে না। এতে ১/২.৩৩ সেন্সর ব্যবহার করা হয়েছে, ৫ এক্স অপটিক্যাল জুম। আগের মডেলের মতই ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। উল্লেখ করা যেতে পারে আগের মডেলের ভিডিও এবং ষ্টিল ক্যামেরার ভাল মানের জন্য বিশেষভাবে পরিচিত।

এতে সত্যিকারের বড় পরিবর্তন বিল্ট-ইন এইচডিএমআই পোর্ট। এছাড়া আই-ফাই কার্ড সাপোর্টের ব্যবস্থা। কেবল সংযোগ ছাড়াই ক্যামেরা থেকে ফাইল ট্রান্সফার করা যাবে।

সেপ্টেম্বরের ১১ তারিখ থেকে ক্যামেরাটি জাপানে বিক্রি শুরু হবে। অন্যান্য দেশের জন্য রিলিজের তারিখ জানানো হয়নি।

ক্যামেরাটি সাদা, কমলা এবং সবুজাভ রঙে পাওয়া যাবে।

No comments:

Post a Comment