August 27, 2009

অবৈধ মাইক্রোসফট অফিস ২০১০ ব্যবহার করা যাবে না Office 2010 to expand antipiracy features

মাইক্রোসফট তাদের অফিসের নতুন ভার্শন ২০১০-এ Software Protection Platform (SPP) যোগ করতে যাচ্ছে। এর ফলে অবৈধভাবে কপি করা সফটওয়্যার ঠিকভাবে কাজ করবে না। এছাড়া ভাইরাস, মালওয়্যার ইত্যাদির ঝুকির সম্মুখিন হবে। মাইক্রোসফট এক ঘোষনার মাধ্যমে একথা জানিয়েছে।

সাধারনভাবে ধারনা করা হয় পাইরেসির কারনে ক্ষতিগ্রস্থ হয় সফটওয়্যার নির্মাতা এবং বিক্রেতা/সেবাদানকারী প্রতিষ্ঠান। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগি মাইক্রোসফট নিজে। তাদের নতুন ভার্শনের অফিসে এমন কিছু টেকনিক্যাল ফিচার থাকবে যা পাইরেসি করা যাবে না। অর্থাৎ পাইরেটেড সফটওয়্যার ইনষ্টল করলে কিছু অংশ কাজ করবে না।

তবে মাইক্রোসফট বেশি জোর দিয়েছে ভুয়া ইনষ্টল করার বিষয়ে যা অনেকেই পাশ কাটিয়ে যেতে পারে। অন্য অনেকে অবৈধ একটিভেশনের দিকে বেশি জোর দেয়। ফলে সেগুলি অবৈধভাবে ব্যবহার করা যায় না।

No comments:

Post a Comment