August 29, 2009

এপলের নতুন অপারেটিং সিষ্টেম Mac OS X 10.6 Snow Leopard বাজারে

এপল তাদের অপারেটিং সিষ্টেমের সর্বশেষ ভার্শন Mac OS X 10.6 Snow Leopard ঘোষনা করেছে এতে ফুল ৬৪ বিট মোড, কুইকটাইম এক্স, এক্সচেঞ্জ সাপোর্ট ইত্যাদি ফিচার যোগ করা হয়েছে এর আগের ভার্শন লেপার্ড থেকে দ্রুততার সাথে কাজ করে বলে জানা গেছে নতুন কোর টেকনোলজি ব্যবহারের ফলে কম্পিউটার হার্ডওয়্যারকে আগের চেয়ে ভালভাবে ব্যবহার করতে সক্ষম এই অপারেটিং সিষ্টেম

এর ইন্টারফেস নতুনভাবে সাজানোর ফলে আগের চেয়ে সহজে প্রোগ্রাম, ফোল্ডার ইত্যাদি ব্যবহার করা যাবে এক্সচেঞ্জ সাপোর্ট যোগ করার ফলে মেইল, এড্রেসবুক ইত্যাদির ব্যবহার সহজ হবে ইতিমধ্যেই ম্যাকের জন্য আউটলুকের ঘোষনা দেয়া হয়েছে

অপারেটিং সিষ্টেমটি বিশেষভাবে ইন্টেল প্রসেসরভিত্তিক এপল কম্পিউটারের জন্য তৈরী আগের অপারেটিং সিষ্টেম থেকে এতে আপগ্রেড করার জন্য ২৯ ডলার দিতে হবে

No comments:

Post a Comment