July 28, 2009

প্যানাসনিকের আলট্রা কমপ্যাক্ট ক্যামেরা Panasonic Lumix ZX1

প্যানাসনিক শক্তিশালী জুম লেন্সসহ অত্যন্ত পাতলা আকারের ক্যামেরা তৈরী করেছে এতে বিশ্বে প্রথমবারের মত আলট্রা থিন ০.০৩ মিমি এষ্ফেরিক্যাল লেন্স ব্যবহার করা হয়েছে এরপরও এর জুম প্রয়োজন মেটানোর মত যথেষ্ট ১২.১ মেগাপিক্সেল এই ক্যামেরায় ২৫ মিমি আলট্রা ওয়াইড থেকে ৮ এক্স, কম মেগাপিক্সেলে তা ১৫.৬ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম হিসেবে কাজ করবে হাই স্পিড ষ্টার্ট-আপ, হাইস্পিড অটোফোকাস, পাওয়ার অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সবকিছুই একে পৃথকভাবে বিবেচনায় সহায়তা করবে তাতে সন্দেহ নেই

এতে ১২.১ মেগাপিক্সেল সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে লেইকা ডিসি ভেরিও এলমার লেন্স ৭টি গ্রুপে ৯টি এলিমেন্ট দিয়ে তৈরী বর্তমানে এটা বিশ্বের সবচেয়ে পাতলা লেন্স জুম রেঞ্জ ২৫-২০০ মিমি (৩৫ মিলিমিটার ক্যামেরার তুলনায়) এছাড়া এক্সট্রা অপটিক্যাল জুম ফাংশন বলে একটি ফিচারে ৩ মেগাপিক্সেলে ১৫.৬ এক্স জুম কাজ করবে ষ্টার্টআপ থেকে ফোকাসে সময় নেয় মাত্র ১.১ সেকেন্ড

এতে নতুন নয়েজ রিডাকশন ফিচার ব্যবহার করা হয়েছে হাই স্পিড বার্ষ্ট শ্যুটিং মোডে সেকেন্ডে ১০টি ছবি উঠাতে সক্ষম এরপরও পাওয়ার খরচ অত্যন্ত কম এক চার্জে ৩৩০টি ছবি উঠানো যাবে

ফেস রিকগনিসনে ৬টি ফেস সেভ করে রাখা যায় এএফ ট্রাকিং এর ফলে কোন বস্তুকে সিলেক্ট করলে ক্যামেরা নিজেই তাকে অনুসরন করে ছবি উঠাতে পারে

৪০ মেগাবাইটের নিজস্ব মেমোরী ছাড়াও ছবি এবং ভিডিও এসডি মেমোরী কার্ডে সেভ হবে

৫টি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যাবে এর মাপ ৩.৯ ২.১ ১.০ ইঞ্চি, ওজন ১৬০ গ্রাম এর দাম ২৮০ ডলার সেপ্টেম্বর থেকে দোকানে কিনতে পাওয়া যাবে

No comments:

Post a Comment