July 20, 2009

LG Cookie প্রতি ৫ সেকেন্ডে একটি বিক্রি

নোকিয়া, এপল এদের জোয়ারের মধ্যে শুনে অবাক হতেই পারেন, এলজি’র কুকি গত ৯ মাসে বিক্রি হয়েছে ৫০ লক্ষ। প্রতি ৫ সেকেন্ডে ১টি। সংখ্যাটি কড় বড় বোঝার জন্য আরো কিছু উদাহরন দেখুন। এগুলি পরপর সাজালে দৈর্ঘ্য হবে ৫৩৫ কিলোমিটার, একটির ওপর আরেকটি রাখলে উচ্চতা হবে ৫৯.৫ কিলোমিটার, এভারেষ্টের চেয়ে ৬ গুন বেশি, এগুলির ওজন ৪৪৫ মেট্রিক টন, বিশ্বের সবচেয়ে বড় প্রানী নীল তিমির আড়াইটির সমান।

মুল এলজি কুকি হচ্ছে LG KP500। পরে এরসাথে যোগ হয় KP501 এবং KP502। এদের মধ্যে শেষ দুটি অরেঞ্জ এবং ভোডাফোনের জন্য নির্দিষ্ট করে তৈরী। টিভি সহ আরেকটি ফোন রয়েছে যা শুধুমাত্র দক্ষিন কোরিয়ায় বিক্রি হয়।

KP500 এর স্পেসিফিকেশন হচ্ছে ৩ ইঞ্চি টাচস্ক্রিণ, জিপিআরএস, এজ, ব্লুটুথ, ইউএসবি, ৩.১২ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি রয়েছে। থ্রিজি, ওয়াই-ফাই নেই।

এর দাম মোটামুটি ১৫০ ডলারের মত।

No comments:

Post a Comment