July 23, 2009

মজিলা থান্ডারবার্ড ৩ বেটা ৩ পাওয়া যাচ্ছে Thunderbird 3 beta 3 available

মজিলার ইমেইল সফটওয়্যার থান্ডারবার্ড রিলিজ ৩ এর বেটা ৩ ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। মজিলার কথা অনুযায়ী এতে ৫০০ এর অধিক পরিবর্তন আনা হয়েছে এবং ভবিষ্যতে আরো পরিবর্তন আনা হবে। এই পরিবর্তনের অনেকগুলি গ্লোবাল ডাটাবেজ সার্চ ইঞ্জিনের সাথে কাজ করবে। কাজেই আরো বেটা ভার্শন ভবিষ্যতে দেখা যাবে বলে ধারনা করা যায়।

আগের ভার্শন থেকে এর ইন্টারফেসে বেশ পরিবর্তণ আনা হয়েছে। সবচেয়ে বড় যা চোখে পড়বে তা হচ্ছে ইমেইল ট্যাব। ডাবল ক্লিক করে বা এন্টার চাপ দিয়ে কোন মেসেজ ওপেন করা যাবে। আরেকটি নতুন ফিচার হচ্ছে সামারি ভিউ। এরফলে একাধিক ইমেইলের বক্তব্য একসাথে দেখা সম্ভব। থান্ডারবার্ডের ভেতর থেকে জিমেইল ব্যবহারের ব্যবস্থা আছে অনেক আগে থেকে। তাকে আরো উন্নত করা হয়েছে।

সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ভার্শন ডাউনলোড করা যাবে নিচের ওয়েবসাইট থেকে;

http://download.cnet.com/Mozilla-Thunderbird/3000-2367_4-10909291.html

No comments:

Post a Comment