June 8, 2009

অল্প বাতাসে চলা বায়ুকল Small wind turbine works at low wind speeds

মানুষ বায়ুর শক্তিকে কাজে লাগাচ্ছে কয়েকশ বছর ধরে বর্তমানের বিকল্প জ্বালানীর খোজে বহুল প্রচলিত একটি বক্তব্য হচ্ছে এই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরী করা একেবারেই হয় না তা নয়, তবে যা হয় তা খুবই সামান্য মুল কারন এগুলি সত্যিকারের কাজে লাগাতে হলে এমন যায়গায় স্থাপন করতে হয় যেখানে প্রচুর বাতাস থাকে যুক্তরাষ্ট্রের মিচিগানের উইন্ডট্রনিক্স এমন এক টারবাইনের ঘোষনা দিয়েছে যা বাড়িবাড়ি ব্যবহার করা যাবে মাত্র ২ মাইল গতিবেগের বাতাসকে কাজে লাগিয়ে এটি বিদ্যুৎ তৈরী করতে পারবে আকারেও অত্যন্ত ছোট দেখে ইলেকট্রিক ফ্যান বলেই মনে হবে বছরে এ থেকে ২০০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে যা আমেরিকার ১৫ থেকে ২০ ভাগ মানুষের চাহিদার সমান

ছয় ফুট ব্যাসের এই টারবাইনের ওজন ৪৫ কেজির কাছাকাছি ছাদের ওপর অনায়াসে এটা বসানো যাবে কিংবা খূটি ব্যবহার করে বা চিমনিতে লাগানো যাবে এর দাম ৪৫০০ ডলার উইন্ডট্রনিক্স জানিয়েছে তারা এবছরই ৫০,০০০ এধরনের টারবাইন তৈরী করতে পারবে

অল্প গতিবেগের বাতাসে কাজ করলেও ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ৪৫ মাইলের বেশি গতির বাতাসে নিজে থেকেই ঘুরে যায় ছাদের ওপর বসালেও কম্পন অনুভুত হবে না এর শব্দও ৩৫ থেকে ৪৫ ডেসিবেলের মধ্যে যা মানুষের সাধারন কথাবার্তার শব্দের সমান

No comments:

Post a Comment