June 8, 2009

১০০ কোটি টাকায় ডিজিটাল বাংলাদেশ Digital Bangladesh worth Taka 1 Billion

বর্তমান সরকারের নির্বাচনের মূল প্রচারনা ছিল ডিজিটাল বাংলাদেশ বর্তমান অর্থবছরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে আইটি খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা মহাজোটের নির্বাচনী বক্তব্য অনুযায়ী ২০১৩ সালে মাধ্যমিক স্তরে এবং ২০২১ সালে প্রাথমিক স্তরে আইটি শিক্ষা বাধ্যতামুলক করা হবে দেশের প্রতিভাবান তরুন এবং আগ্রহী উদ্দোক্তাদের সর্বতোভাবে সহায়তা দিয়ে সফটওয়্যার শিল্প ও আইটি সার্ভিসের বিকাশলাভ করা হবে সেইসাথে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর, কম্পিউটার ভিলেজ ইত্যাদি স্থাপন তো রয়েছেই

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার এপ্রসংগে বলেছেন নাই মামার চেয়ে কাণা মামা ভাল তার বক্তব্য অনুযায়ী এখানে কমপক্ষে ৩ হাজার কোটি টাকার বরাদ্দের প্রয়োজন ছিল

No comments:

Post a Comment