June 11, 2009

সৌরশক্তিচালিত ফোন Samsung W1107 Solar Guru

গত ফ্রেব্রুয়ারীতে ব্লু-আর্থ নামে সৌরশক্তি চালিত একটি ফোনের ঘোষনা দেয়া হয়েছিল যা এখনো বাজারে আসেনি। এরই মধ্যে সৌরশক্তিচালিত ফোন বাজারে এনেছে স্যামসাং। যারা দামী ফোন ব্যবহার করেন, এমনকি মধ্যম দামের ফোন ব্যবহার করেন তাদের কাছে সেটটি আকর্ষনীয় মনে হবে না। কারন এটা তৈরীই করা হয়েছে কমদামের সেট ব্যবহারকারীদের জন্য।

এই সেটে ১.৫২ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ব্যান্ড জিএসএম, এমপিথ্রি রিংটোন, ফ্লাশলাইট, মোবাইল ট্রাকার ইত্যাদি রয়েছে। ক্যামেরা, গান বা শোনা বা ভিডিও দেখার ব্যবস্থা ইত্যাদি কিছুই নেই। এর দাম মাত্র ৫৯ ডলার। কোন কোন দেশে (যেমন ভারতে) ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়েছে।

এর প্রধান বৈশিষ্ট অবশ্যই সৌরশক্তির ব্যবহার। ১ ঘন্টায় যে চার্জ হবে তাতে ৫ থেকে ১০ মিনিট কথা বলা যাবে। বিষয়টি আলোর পরিমানের ওপর নির্ভর করে। এর ফল এমন হচ্ছে না যে সৌরশক্তি ব্যবহারের ফলে সেটটির ব্যাটারীকে কখনো চার্জ দিতে হবে না। তবে যেখানে বিদ্যুতের নিশ্চয়তা নেই সেখানে সৌরশক্তি খুবই উপযোগী ভুমিকা পালন করবে।

No comments:

Post a Comment