June 10, 2009

কোডাকের পকেট ভিডিও ক্যামেরা Kodak ZX1 Pocket Camcorder

ক্যামেরা নির্মাতাদের মধ্যে প্রতিযোগীতা চলছে অল্প দামের ছোট আকারের ভিডিও ক্যামেরা তৈরী করার। কোডাকের ZX1তেমনই একটি ক্যামেরা। মাত্র দেড়শ ডলারের মধ্যে হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরার বাজারে একে উল্লেখ না করে উপায় থাকে না। বাজারে যখন পিওর ডিজিটালের ফ্লিপ ক্যামেরার আধিপত্য সেখানে সনির পর কোডাক সেখানে বৈচিত্র আনার চেষ্টা করেছে।

প্রথমেই যা উল্লেখ করতে হয় তা হচ্ছে এর ওয়েদারপ্রুফ ডিজাইন। পানিতে ভিজলে ক্ষতি হবে না এই ক্যামেরার। সেইসাথে ষ্টিল ছবি উঠানোর ব্যবস্থা, বিভিন্ন ফ্রেমরেটে ভিডিও ধারন করার ক্ষমতা, এইচডিএমআই/এভি আউট, ইউএসবি, এসডি/এসডিএইচসি কার্ড স্লট সবকিছু মিলিয়ে ক্যামেরাটি ক্রেতার দৃষ্টি আকর্ষন করবে। এর রঙেও বৈচিত্র রয়েছে। নীল, গোলাপি, লাল, হলুদ, কালো ইত্যাদি রঙে এটি পাওয়া যায়। ২এক্স ডিজিটাল জুম ব্যবহার করা যায়। ষ্টিল ছবির মাপ ২০৪৮ – ১৫৩৬ পিক্সেল, (প্রায় ৩ মেগাপিক্সেল)।

এর ভিডিওর মান সমমানের অন্যান্য ক্যামেরা থেকে উন্নত। ডিজাইন সহজে হাতে ধরে রাখার উপযোগী এবং ব্যবহার খুবই সহজ। ক্যামেরার সাথে ব্যবহারের রিচার্জেবল জন্য এএ ব্যাটারী এবং চার্জার দেয়া হয়।

No comments:

Post a Comment