May 31, 2009

জুনে ওয়াইম্যাক্স চালু হচ্ছে না No Wimax in Bangladesh

ওয়াইম্যাক্সের লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান বাংলা লায়নের পক্ষ থেকে জানানো হয়েছিল জুনে অন্তত ঢাকায় অয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ওয়াইম্যাক্স চালু হবে। এজন্য ব্যাপক প্রচার চালানো হয় এবং গ্রাহক রেজিষ্ট্রেশনও করানো হয়। এখন জানানো হচ্ছে জুনে চালু হওয়ার কোন সম্ভাবনা নেই। এখনপর্যন্ত পরীক্ষামুলকভাবেও চালু করা সম্ভব হয়নি। শুধুমাত্র ঢাকাতেই জুলাইয়ের শেষদিকে চালু হতে পারে। লাইসেন্সপ্রাপ্ত অন্য কোম্পানীগুলি আরো পিছিয়ে। অপরি তাদের পরীক্ষামুলক কাজ শুরু করতে পারে আগষ্টের শেষে অথবা সেপ্টেম্বরে।

ওয়াইম্যাক্স প্রসংগে কর্মকতাদের প্রশ্ন করায় তাদের কাছ থেকে এই প্রযুক্তির বিভিন্ন প্রশংসামুলক বক্তব্য শোনা যায়। এতে কত বেশি গতি ব্যবহার করা যাবে, কত দ্রুত ভিডিও-ছবি ইত্যাদি আদান-প্রদান করা যাবে, এর প্রভাবে দেশের অর্থনীতির কি উপকার হবে ইত্যাদি ইত্যাদি। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তারা অনেকেই এসব কথায় বিরক্ত হয়ে হতাসা প্রকাশ করছেন। তাদের সহজ বক্তব্য, এতে কি হবে সেটা জানানোর দায়িত্ব না নিয়ে দ্রুত সার্ভিস চালু করুন।

No comments:

Post a Comment