May 24, 2009

অল্প দামের জনপ্রিয় ক্যামেরা Nikon D40

নিকন (নাইকন) ডি-৪০ ক্যামেরা কতটা জনপ্রিয় জানার জন্য কিছু উদাহরন দেখা যেতে পারে এই মডেলকে আগ্রেড করে একসময় ডি-৪০এক্স বাজারে ছাড়া হয়েছিল, তারপর তাকেও আপগ্রেড করে ডি-৫০ ছাড়া হয়েছিল বর্তমানে ডি-৪০এক্স কিংবা ডি-৫০ এর অস্তিত্ব নেই বিক্রির তালিকায় শীর্ষ ১০ ক্যামেরার মধ্যে ডি-৪০কে সবসময়ই পাওয়া যায় ম্যাকওয়ার্ল্ড পত্রিকার এডিটর চয়েজ তালিকায় প্রথম পছন্দ নিকন ডি-৪০ কি এমন অসাধারনত্ব রয়েছে যা প্রায় অমর করে রেখেছে একে

প্রথমত ছবির মান আপনি মনে করতে পারেন বর্তমান সময়ে ৬ মেগাপিক্সেল একেবারেই সেকেলে, যখন মোবাইল ফোনেই ১২ মেগাপিক্সেল পাওয়া যায় আপনি নিশ্চিত থাকতে পারেন, এসএলআরের তুলনা এসএলআরের সাথেই হতে পারে মোবাইল ফোন কিংবা পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার সাথে কখনোই না কাজেই যদি অন্য এসএলআরের সাথে তুলনা করতে চান তাহলে করতেই পারেন, অন্যকিছুর সাথে নয়

দ্বিতীয়ত, ব্যবহারের সহজতা আপনি হয়ত আগে এসএলআর ব্যবহার করেননি সেক্ষেত্রে ডি-৩০০ ব্যবহার করে খুব সুবিধে পাবেন না তার সত্যিকারের ব্যবহার যতদিনে রপ্ত করবেন ততদিনে সেটাও সেকেলে মনে হবে তারচেয়ে বরং ডি-৪০ দিয়েই শুরু করুন কখনো যদি মনে হয় আপনার এরচেয়েও বেশি প্রয়োজন শুধুমাত্র তখনই পরের মডেলের দিকে যান ততদিনে কোন ক্যামেরার কি সুবিধা ভালভাবেই জেনে যাবেন আপনার প্রয়োজন কতটুকু সেটাও।

তৃতিয়ত এর দাম এই দামে এসএলআর কেনা যায় এটা অনেকের ধারনার বাইরে ক্যামেরার বিস্তারিত বর্ননা দেয়ার প্রয়োজন নেই এটি এসএলআর, এবং বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় এই তথ্যের ওপর নির্ভর করতে পারেন

আগেই উল্লেখ করা হয়েছে ক্যামেরাটি ৬ মেগাপিক্সেল এরসাথে কিট লেন্স হিসেবে ১৮-৫৫ মিমি লেন্স দেয়া হয় এর দাম বাংলাদেশে ৩৫ হাজারের মধ্যে (আশ্চর্যজনকভাবে অনেক পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার দাম এর চেয়েও বেশি) যদি একটিমাত্র লেন্সে আপনি সন্তুষ্ট না হন, আরেকটি জুম লেন্স কিনে নিন ৭০-৩০০ মিমি লেন্স ১০ থেকে ১৫ হাজার টাকায় কেনা যাবে অল্প দামেই শক্তিশালি ক্যামেরার মালিক হয়ে যাবেন। পরবর্তীতে নতুন ক্যামেরা কিনলে সেখানেও এই লেন্স ব্যবহার করা যাবে

ক্যামেরা নির্বাচনের বিষয়টি নির্ভর করে আপনি কোন পর্যায়ের ছবি তুলতে আগ্রহি তার ওপর যদি ফটোগ্রাফার হিসেবে পরিচিতি চান এবং একই সাথে সবচেয়ে কম দামে ক্যামেরা কিনতে চান তাহলে এর বিকল্প নেই যদি বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই ডি-৯০, ডি-৩০০ এমনকি ডি-৩ এর দিকেও হাত বাড়াতে পারেন অথবা ক্যাননের মডেল দেখতে পারেন অন্যান্য মডেলের দাম সম্পর্কে কিছুটা ধারনা পেতে পারেন এখান থেকে, ডি-৯০র দাম এর দ্বিগুনের বেশি, ডি-৩ এর দাম ১০ গুনেরও বেশি

আর যদি ছবির মান তত গুরুত্বপুর্ন না হয়, সহজে ছবি উঠানোই মুখ্য (সাথে ভিডিও) তাহলে পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার দিকে যাওয়াই ভাল

No comments:

Post a Comment