May 19, 2009

মাইক্রোসফট অফিস ২০১০ Microsoft Office 2010

জুলাইয়ের আগে মাইক্রোসফট অফিসের নতুন ভার্সনের টেকনিক্যাল প্রিভিউ পাওয়া যাবে না কিন্তু এরই মধ্যে এর কিছু নমুনা প্রকাশ পেয়েছে অনেক বছর ধরে এর সাথে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস ইত্যাদির সাথে এক্সেস, ভিজিও, পাবলিশার, আউটলুক ইত্যাদি যোগ হয়েছে নতুন ভার্সন ২০১০-এ এর সবগুলিই থাকবে এর ইনষ্টল করার পদ্ধতিও আগের মতই মোটামুটি কনফিগারেশনের কম্পিউটারে সবগুলি অপশন ইনষ্টল হতে ১০ মিনিট মত সময় লাগে অফিস ২০০৭ এর মত ২০১০ এর আপডেটও মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে

সফটওয়্যারের শুরুতে এনিমেশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে ওয়ার্ড এর ভেতরের চেহারা অনেকটাই ২০০৭ এর মত, তবে ওপেন/সেভ/প্রিন্ট স্ক্রিন আগের চেয়ে সহজবোধ্য করা হয়েছে একটিমাত্র বাটনে ক্লিক করে সমস্ত কমান্ড হাইড করার ব্যবস্থা আনা হয়েছে কাষ্টমাইজেশনে আগের সবকিছুই রাখা হয়েছে

মাইক্রোসফট আউটলুককে ইমেইল সফটওয়্যারের চেহারা দেয়া হয়েছে এক্সেল ওবং অন্যান্য সফটওয়্যার দেখতে অনেকটাই ২০০৭ ভার্শনের মত, তবে সত্যিকারের পরিবর্তন করা হয়েছে কাজে কথাটি পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও প্রযোজ্য

অফিস ২০০৭ খুব জনপ্রিয়তা পেয়েছে একথা বলা যায় না অনেকেই ২০০৩ ব্যবহার করতে বেশি পছন্দ করেন ২০১০ কতটা জনপ্রিয় হয় সেটাই দেখার

No comments:

Post a Comment