April 12, 2011

মহাকাশ জয়ের ৫০ বছর, ইউরি গ্যাগারিনের ভিডিও

ঠিক ৫০ বছর আগে প্রথম মানব হিসেবে মাহাকাশে উঠেছিলেন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন। সেখান থেকে বিশ্বকে তিনি কেমন দেখেছিলেন সেটা একমাত্র তিনিই জানেন। তার ভোস্তক-১ থেকে কেমন দেখা যেতে পারেন সেটা করে দেখতে চেয়েছেন ক্রিষ্টোফার রাইলি। আপনিও দেখে নিতে পারেন।
এতে গ্যাগারিনের সত্যিকারের অডিও ব্যবহার করা হয়েছে। সাথে যোগ করা হয়েছে ইটালিয়ান নভোচারী পাওলো নেসপোলির রেকর্ড করা ভিডিও।
ভিডিওটি দেখা যাবে এখানে : http://www.engadget.com/2011/03/26/film-recreation-of-soviet-cosmonaut-gagarins-historic-spaceflig/

No comments:

Post a Comment