April 12, 2011

ট্যাবলেটের জন্য চিপ তৈরী করেছে ইন্টেল

ট্যাবলেট কম্পিউটারের জন্য নতুন একটি চিপ তৈরী করেছে ইন্টেল। বিশ্বের শতকরা ৮০ ভাগের বেশি ল্যাপটপ এবং পিসিতে তাদের চিপ ব্যবহার করা হলেও স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে ইন্টেল পিছিয়ে আছে ক্যালকম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এপল এদের কাছে। সেখানে তাদের অবস্থান শক্ত করার জন্যই এই পদক্ষেপ।
ইন্টেল বলেছে ৩৫টির বেশি ট্যাবলেট এবং হাইব্রিড কম্পিউটার তৈরী হচ্ছে তাদের চিপ ব্যবহার করে। এগুলি তাদের এটম প্রসেসরের মত। ফলে সফটঅয়্যার ব্যবহারের দিক থেকে সুবিধে পাওয়া যাবে। স্মার্টফোনের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এবছর শেষদিকে এজন্য চিপ আনা হবে।
ইন্টেল ২০০৬ সালে মোবাইল-চিপ ব্যবসা ছেড়ে দেয়। এরপর গতবছর ১৪০ কোটি ডলারে জার্মানীর ইনফিনিওন কোম্পানী কিনে পুনরায় এই ব্যবসায় ফিরে আসে। অবশ্য এখনও এদিকে সাফল্যের মুখ দেখেনি।
কারো মতে ইন্টেল এই ব্যবসায় আসতে যথেস্ট দেরী করে ফেলেছে। আবার কারো বক্তব্য যাদের বছরে আয় ৪ হাজার কোটি ডলারের ওপর তাদের প্রতিযোগিতা করার মত অর্থের অভাব নেই।

No comments:

Post a Comment