February 16, 2011

প্যানাসনিকের ৩টি ফুল-এইচডি ক্যামকোর্ডার

প্যানাসনিক ৩টি ফুল এইচডি ১৯২০-১০৮০ রেজ্যুলুশনের ক্যামকোর্ডার বাজারে আনছে। এদের মধ্যে রয়েছে ফুল ওয়াটারপ্রুফ এইচএক্স-ডব্লিউএ১০। অন্য মডেলদুটি হচ্ছে এইচএক্স-ডিসি১০ এবং এইচএক্স ডিসি১।
ডব্লিউএ-১০ মডেলে ১৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। এতে রয়েছে ব্যাকসাইড ইল্যুমিনেটেড সেন্সর। এমপি৪ ফরম্যাটের ভিডিওকে সরাসরি ইন্টারনেটে ব্যবহার করা যাবে।
ডিসি-১০ মডেলেও ১৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। আর ডিসি-১ মডেলে ১৪ মেগাপিক্সেল।
সবগুলি মডেলে ইন্টেলিজেন্ট অটো ব্যবহার করে ফেস ডিটেকশন, ইন্টেলিজেন্ট সিন সিলেকটর, ইন্টেলিজেন্ট কন্ট্রাষ্ট কন্ট্রোল, অটোফোকাস/অটো এপারচার ইত্যাদি ব্যবহার করা যাবে।
ক্যামেরাগুলি দেখতে একই রকম এবং কয়েকটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম কিংবা বিক্রির সময় জানানো হয়নি।

No comments:

Post a Comment