February 11, 2011

এপল কমদামী আইফোন তৈরী করছে

এপল তাদের পন্যের তথ্য এতটাই গোপন রাখে যে আনুষ্ঠানিক ঘোষনা দেয়ার আগে সে সম্পর্কে কিছুই জানা যায় না। কাজেই, একে আপাতত গুজব বলেই ধরে নেয়া যায়। গুজব হচ্ছে, তারা ছোট আকারের কমদামের আইফোন তৈরী করছে। এর আকার বর্তমান আইফোন ৪ এর ৩ ভাগের ২ ভাগ। কন্ট্রাক্ট ছাড়া এই সেটের দাম হবে ২০০ ডলার।
একটি সুত্র দাবী করেছে তারা এর প্রোটোটাইপ দেখেছে। এপলের ভেতর থেকে পাওয়া খবর হচ্ছে তারা তাদের প্রতিদ্বন্দি এন্ড্রয়েডের উত্থান নিয়ে চিন্তিত।
নতুন আইফোন ছাড়াও তারা সিম-বিহীন ডুয়াল মোড আইফোন নিয়েও কাজ করছে। বর্তমানে জিএসএম এবং সিডিএমএ ক্যারিয়ারের জন্য তাদের ভিন্ন ধরনের সেট প্রয়োজন হয়। সিম কার্ড প্রয়োজন না হলে সেটকে যেকোন ক্যারিয়ারে ব্যবহার করা যাবে।
অবশ্য মানুষের মুল আগ্রহ কমদামের সেটের দিকেই। আপাতত এপলের নতুন কোন পন্য বাজারে আসার সম্ভাবনা নেই। আইফোন যদি আরো কমদামে পাওয়া যায় তাহলে তাদের বিক্রি আরো বাড়বে।

No comments:

Post a Comment