February 1, 2011

বিশ্বের প্রথম থ্রিডি মোবাইল ফোন আনছে এলজি

থ্রিডি সিনেমার পর টিভি, মনিটর-ল্যাপটপের ব্যবহারও চালু হয়েছে। বাকী রয়েছে মোবাইল ফোন। এ মাসেই বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ থ্রিজি মোবাইল সেট এনে সেটা শুরু করতে যাচ্ছে এলজি। তাদের অপটিমাস ৩ডি সেটে বিশেষ চশমা ছাড়াই যেমন থ্রিডি ভিডিও দেখা যাবে তেমনি দুই লেন্স বিশিষ্ট ক্যামেরায় থ্রিডি ছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে।
নিনটেনডোর আগামী হ্যান্ডহেল্ড গেম ডিভাইস ৩ডিএস দেখিয়েছে ছোট আকারের ডিসপ্লেতে চশমা ছাড়াই থ্রিডি দেখার ব্যবস্থা করা যায়। অবশ্য সেটা একজনের পক্ষে দেখা সম্ভব। চোখ থেকে নির্দিষ্ট দুরত্বে রাখলে দুই চোখের সাথে মানিয়ে নেয়ার পর চশমা ছাড়াই থ্রিডি দেখা যায়। অন্যদিকে চশমা ব্যবহার করা থ্রিডি টিভি একসাথে অনেকেই দেখতে পারেন।
সেটের অন্যান্য ফিচার কি জানার জন্য অপেক্ষা করতে হবে ১৪ তারিখ পর্যন্ত।

No comments:

Post a Comment