February 18, 2011

ফটোগ্রাফারদের ষ্টুডিও লাইটিং শেখার ডিভিডি

স্নাপ ফ্যাক্টরীর প্রফেশনাল ফটোগ্রাফার এবং প্রশিক্ষক মার্ক ওয়ালেস সহজে ষ্টুডিও লাইটিং শেখার সুযোগ করে দিতে ২ ডিভিডির একটি সেট তৈরী করেছেন। ষ্টুডিও লাইটিং এসন্সিয়াল ফর পোর্ট্রেট ফটোগ্রাফি নামের এই টিউটোরিয়াল লাইটের দিক, স্যাডো, লাইটের প্রোপার্টি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ৩ লাইট সেট-আপ, মিটারিং, কালার থিওরি, হোয়াইট ব্যালান্স, কালার ম্যানেজমেন্ট, ক্যালিব্রেশন ইত্যাদি বিষয় শেখানো হয়েছে।
মুলত ইনডোর এবং ষ্টুডিও ফটোগ্রাফির জন্য তৈরী এই টিউটোরিয়াল। ১৫০ ডলারের বিনিময়ে এটা কেনা যাবে ওয়েবসাইট থেকে

No comments:

Post a Comment