February 8, 2011

ক্যাননের ২০০-৪০০ মিমি টু-ইন-ওয়ান লেন্স

ফটোগ্রাফারদের সবসময় টেলিফটো লেন্স নিয়ে আক্ষেপ থেকেই যায়, যদি আরেকটু বেশি হত। যদি আরো দুরের ছবি উঠানো যেত। সেই আশা পুরন করতে ক্যানন বাজারে আনছে ২০০-৪০০মিমি সুপারজুম লেন্স। ৪০০ মিলিমিটারেও যদি প্রয়োজন না মেটে তাহলে একটি সুইট টিপেই একে পরিবর্তন করা যাবে ২৮০-৫৬০ মিমি লেন্সে। সেইসাথে রয়েছে সবসময় এফ/১.০ এবং ইমেজ ষ্ট্যাবিলাইজেশন।
টু-ইন-ওয়ান লেন্সের আরেকটি বড় সুবিধে অবশ্যই এই যে আপনাকে এক লেন্স খুলে আরেকটি লাগাতে হচ্ছে না, কিংবা দুটি লেন্স বয়ে বেড়াতে হচ্ছে না। কাজেই এটা একেবারে অভিনব এক ধারনা।
যারা এপিএস-সি সেন্সরের ক্যামেরা ব্যবহার করেন (৭ডি) তারা ব্যবহার করতে পারবেন ৩২০-৮৯৬ মিমি।
লেন্সের অফিসিয়াল নাম ক্যানন ইএফ ২০০-৪০০ মিমি এফ/৪এল ইউএসএম এক্সটেন্ডার। কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ইয়াকোহোমা মেলায় এটা দেখানো হবে। বাজারে পাওয়া যাবে এবছরই কোন এক সময়।

No comments:

Post a Comment