February 23, 2011

মোবাইল ফোন ব্যবহারে মস্তিস্কে পরিবর্তন হয়

৫০ মিনিট মোবাইল ফোনে কথা বললে মস্তিস্কের কোষে পরিবর্তন হয়, বিশেষ করে যে অংশ এন্টেনার সবচেয়ে কাছে থাকে। শিকাগোর ন্যাশনাল ইনষ্টিটিউট অব হেলথ এর বিজ্ঞানীরা একথা জানিয়েছেন তাদের গবেষনা থেকে।
এই পরিবর্তনে কতটুকু ক্ষতি হয়, আদৌ ক্ষতি হয় কিনা সেকথা নির্দিষ্ট করে বলা হয়নি। ফোন ব্যবহারের সাথে ব্রেন ক্যান্সারের সম্পর্ক আছে এধরনের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন না। তবে তারা নিশ্চিত হয়েছেন মোবাইল ফোন ব্যবহারে গ্লুকোজ মেটাবলিজম বৃদ্ধি পায়। এককথায়, মোবাইল ফোনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে মানুষের মস্তিস্কে পরিবর্তন হয়।
এই গবেষনায় ৪৭ জন্য ব্যবহারকারীর মস্তিস্ক স্ক্যান করা হয় মোবাইল ফোন ব্যবহার করার সময়। আরেকবার স্ক্যান করা হয় ফোন বন্ধ অবস্থায়। ফোন ব্যবহারের সময় এন্টেনার কাছাকাছি যায়গায় ৭ ভাগ মেটাবলিজম বৃদ্ধির প্রমান পাওয়া যায় এই পদ্ধতিতে।
এই ফল অত্যন্ত গুরুত্বপুর্ন হলেও এথেকে কোন সিদ্ধান্ত নেয়ায় শতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এথেকে হয়ত কোন ক্ষতি হবে না, কিন্তু সাবধান থাকতে আপত্তি কেন ?
অনেকেই সরাসরি মোবাইল ফোন কানে লাগানোর পরিবর্তে এয়ারফোন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

No comments:

Post a Comment