February 21, 2011

গেমার হিসেবে চাকরী

কম্পিউটার গেম কারো কাছে শুধু কৌতুহলের বিষয়, মাঝে মধ্যে দেখেন। কেউ মাঝেমধ্যে খেলেন। আর কারো কাছে সেটাই মুল বিষয়। সমস্ত চিন্তা এবং পুরো সময়টাই ব্যয় হয় এতে। এধরনের গেমারদের জন্য খবর হচ্ছে আজকাল গেমার হিসেবেও ফুলটাইম চাকরী পাওয়া যায়।
তাইপে গেম শো ২০১১ এ ১৫টি গেমিং কোম্পানী নানাধরনের কাজের জন্য নিয়োগ দিচ্ছে। এরমধ্যে রয়েছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, গেম ডিজাইন, গ্রাফিক্স আর্ট, সফটঅয়্যার ইঞ্জিনিয়ারিং, সেইসাথে কিছু পদ রয়েছে পুরোপুরি গেমারদের জন্য। বেতন প্রায় ১২০০ ডলার।
গতবছর তাইওয়ানের গেমশিল্প থেকে আয় প্রায় দুশো কোটি ডলারের বেশি। তাদের জনসংখ্যা ২ কোটির কিছু বেশি।

No comments:

Post a Comment