February 20, 2011

নোকিয়া উইন্ডোজ মোবাইল পাওয়া যাবে কমদামেই

নোকিয়া এবং মাইক্রোসফট যখন একসাথে কাজ করার ঘোষনা দিয়েছে এবং নোকিয়া সিমবিয়ানের যায়গায় উইন্ডোজ ব্যবহার করতে যাচ্ছে সেখানে অনেকেরই মনে প্রশ্ন, নোকিয়া কি পারবে কমদামে মোবাইল সেট বিক্রি করতে। বিনামুল্যের সিমবিয়ানের বদলে যখন উইন্ডোজের জন্য টাকা খরচ করতে হবে তখন এটা স্বাভাবিক প্রশ্ন। নোকিয়ার প্রধান এক সাক্ষাতকারে নিশ্চয়তা দিয়েছেন অল্পদিনের মধ্যেই তারা কমদামের উইন্ডোজ ফোন আনবেন। এর ডিজাইন কনসেপ্টও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে।
এই ছবি দেখে অবশ্যই বোঝা সম্ভব না সেখানে কোন ধরনের হার্ডঅয়্যার ব্যবহার করা হচ্ছে। কোন একটি মডেল দিয়ে মানুষ্যের প্রত্যাশা পুরন হবে না। সেক্ষেত্রে তাদের কাছ থেকে একাধিক কমদামী হ্যান্ডসেট আশা করাই যায়।

No comments:

Post a Comment